সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতৃচোখে মেয়েরা (পর্ব- ৩)

 একজন আত্মহত্যা করেছেন, তিনি কেন আত্মহত্যা করেছেন সেই বিষয়ে তলিয়ে ভেবে দেখার আমাদের সময় নেই। সামাজিক মাধ্যমে নীতিপুলিশদের দাপাদাপিতে আমরা কী দেখলুম, সেই মেয়েটা অভিনয় করতেন, লিভ ইন করতেন তাই খুউব বাজে মেয়ে!  চরিত্রের ঠিক নেই। উপরিউক্ত মন্তব্যগুলির আধেয় বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, পল্লবীর চরিত্র নিয়ে বেশি টানা হেঁচড়া চলছে। আত্মহত্যার মত সংবেদনশীল বিষয় ‘চরিত্রের মাপকাঠির’ কাছে ঠুনকো হয়ে পড়েছে। বিগত কয়েক বছরে আত্মহত্যা বৃদ্ধি পেয়েছে।

by তামান্না | 02 July, 2022 | 365 | Tags : cyberbullying social media harassment Discrimination against women series three

সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতৃচোখে মেয়েরা (পর্ব-৪)

 রেণু পাখি হতে চেয়েছিল, স্বাধীন ভাবে, স্বচ্ছল হয়ে, চাকরি করার স্বপ্ন দেখেছিল, সে দুবেলা ভাত রেঁধে, পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে, শের মহম্মদের লুঙ্গি-গেঞ্জি- জাঙ্গিয়া কেঁচে, মুখ চেপে হেসে, দুঃখকে শিকেয় তুলে, কষ্ট ভুলে, ফিসফিস করে কথা বলে, সাবধানে পা ফেলে বাঁচতে চাননি; তারফলে রেণুকে জব্দ করতে শের মহম্মদ তাঁর ডানা ছেটে ফেলেন!

by তামান্না | 09 July, 2022 | 339 | Tags :  cyberbullying social media harassment Discrimination against women series four